How to Search Krishak Bandhu Name List

প্রকাশিত হলো কৃষক বন্ধু প্রকল্পের নামের লিস্ট| এখনই চেক করে নিন এই লিস্টে আপনার নাম আছে কিনা| নাম থাকলেই পেয়ে যাবেন 5000 টাকা-


কৃষক বন্ধুর নাম নথিভুক্ত করার জন্য আপনারা অনেকেই এপ্লিকেশন করেছেন| বিশেষ করে দুয়ারে সরকার প্রকল্পে আপনারা অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছেন| তারা কিভাবে দেখবেন আপনার ফরমটি অ্যাপ্রুভ হল না রিজেক্ট হল|


1》 আপনার ফরমটি যদি Approved হয়ে যায় তাহলে আপনি কৃষক বন্ধু আওতায় চলে আসবেন| এবং কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত ধরনের সুযোগ-সুবিধা পেতে থাকবেন|


2》 কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণের উপর ভিত্তি করে কৃষকদের টাকা দেয়া হয়|1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকেরা পেয়ে থাকেন|


3》 কিভাবে  অনলাইনে চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পের আপনার নাম আছে কিনা-


 Krishak Bandhu Name Search click here 

4》 উপরের লিংকে ক্লিক করলে নীচের ছবির সাইজ যে খুলে যাবে|

এখানে আপনার কৃষক বন্ধু প্রকল্প্ আবেদন করার সময় যে ভোটার কার্ডের জেরক্স্ দিয়েছিলেন, সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে| যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের লিস্টে নাম থাকে তাহলে চলে আসবে|



Post a Comment

0 Comments

Sahebguru
Mobile Shikkhok Subscribe our Youtube Channel
Subscribe