অনেকের কাছে আধার কার্ডের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার এখন নেই| চেঞ্জ করে নতুন নাম্বার নিয়েছেন| তারা কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন?
■ বর্তমান সময়ে যে কাজ করতে চান, আধার কার্ড লাগবে| গুরুত্বপূর্ণ নতিগুলির মধ্যে আধার কার্ড অন্যতম|UIDAI- এর ওয়েবসাইট আধার কার্ড ডাউনলোড করতে রেজিস্টার মোবাইল নাম্বার লাগে| আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক বা রেজিস্টার করা না থাকে তাহলে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না-
1》 নিচের লিংকে ক্লিক করে আধার অফিশিয়াল ওয়েবসাইটে যান-
Website Link Click here
2》 সেখানে Get Aadhar অপশনে ক্লিক করুন|
3》 সেখানেDownload Aadhar- এর জন্য আবেদন করুন|
4》 এবার নির্দিষ্ট স্থানে 12 সংখ্যা আধার নম্বর বা 16 সংখ্যা VID নম্বর দিন|
5》 সিকিউরিটি কোডটি দিন|
6》 মোবাইল নম্বর দিয়ে Send করলেই আপনার রেজিস্টার করা মোবাইলে OTP চলে আসবে|
7》OTP- এর ঘরে OTP দিয়ে Varify and Download অপশনে ক্লিক করুন|
■ তাহলে আপনার আধার কার্ড টি PDF ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে| PDF Lock হয়ে থাকবে|
■ Unlock Pdf
Example: your name is ANISH KUMAR Your year of Birth is 1989 Then your e-Aadhar password is ANIS1989
0 Comments