কিভাবে আপনারা চেক করবেন অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নাম আছে কিনা|
আজকের এই পোস্টে আমি আপনাদের দেখাবো প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার যদি নাম থাকে তাহলে অনলাইনে চেক করতে পারবেন| অনলাইনে চেক করার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করুন-
☆ Pradhan Mantra awas Yojana name List click here
1》 উপরে দেওয়া লিংক ক্লিক করলে নিচের ছবির পেজটি খুলে যাবে-
এই পেজটিতে আপনার স্টেট, জেলা, ব্লক, পঞ্চায়েত, তারপরে আপনি যে বছর লিস্ট দেখতে চান সেই বছর সিলেক্ট করুন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেট করতে হবে| তারপরে ক্যাপচা কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে নিচের ছবির পেজটি খুলে যাবে|
2》 এই পেজটিতে আপনার পঞ্চায়েতের সমস্ত লিস্ট চলে আসবে| এই লিস্টে আপনার নামটি আছে কি দেখুন| আপনার নামের যদি পুরো ডিটেলস বের করতে চান তাহলে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন-
☆ Search Beneficiary Details click here
3》 আপনার ডিটেলস বের করতে হলে উপরের পেজ থেকে আপনার WB দিয়ে রেজিস্ট্রেশন নম্বর টি নোট করে নিতে হবে|
4》 তারপরে নোট করা নম্বরটি রেজিস্ট্রেশান নাম্বারের ঘরে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে| তাহলে আপনার পুরো ডিটেলস দেখাবে|
☆ Download Pradhan Mantra awas Yojana App click here
☆ Chaitannypur-2 House List Download PDF click here
0 Comments