কিভাবে জমি পরিমাপ করা যায় খুব সহজে |

আজকের এই পোস্টে আমরা শিখব কিভাবে জমি পরিমাপ করা যায়|



জমি পরিমাপ করার জন্য আমাদেরকে জানতে হবে,যে এক কাঠা সমান কত স্কয়ার ফুট এবং এক শতক সমান কত স্কয়ার ফুট এবং এক কাঠা সমান কত শতক এই তিনটি আমাদের জানতে হবে|তা হলে আমরা জমি পরিমাপ করতে পারব|

* এক কাঠা সমান 720 স্কয়ার ফুট এবং এক শতক সমান 435.6 স্কয়ার ফুট এবং এক কাঠা সমান 1.65 শতক হবে|

যেমন উদাহরণ সহ :-
1》1 Katha=720 Square feet
2》1 Sothak= 435.6 Square feet
3》1 Katha=1.65 Sothak

☆ এবার আমরা দেখব কিভাবে একটি জমি পরিমাপ করা যায় খুব সহজভাবে,


ওপরে একটি আয়তাকার জমির ছবি দেওয়া আছে এই জমির পরিমাণ কিভাবে বের করবেন|
জমির পরিমাপ করার জন্য প্রথমে আমাদেরকে জমির দৈর্ঘ্য প্রস্থ ও ক্ষেত্রফল বের করে নিতে হবে|

1》যেমন জমির দৈর্ঘ্য 160 ও 140 স্কয়ার ফুট|
2》যেমন জমির প্রস্থ 80 ও 50 স্কয়ার ফুট|
☆ জমির গড় দৈর্ঘ্য : 160+140=300 ফুট
  300÷2=150 ফুট
 ☆ জমির গড় প্রস্থ : 80+50=130 ফুট
     130÷2=65 ফুট
☆ জমির ক্ষেত্রফল : 150×65=9750 বর্গফুট
☆ সুতরাং : 9750÷435.6 শতাংশ{435.6 শতাংশ সমান 1 কাঠা}
  =22.38 শতাংশ
আবার আমরা যদি 9750 বর্গফুট কে কাঠা তে পরিণত করতে চাই তাহলে 9750÷720 বর্গফুট{720 বর্গফুট সমান 1 কাঠা}
=13.54 কাঠা

✔ ডাউনলোড মোবাইল অ্যাপস click here 




mp3 https://drive.google.com/file/d/1jX0Io8306zbBKEy-x3RRZdHcspK9w3GP/view?usp=drivesdk

Post a Comment

0 Comments

Sahebguru
Mobile Shikkhok Subscribe our Youtube Channel
Subscribe