How to find out the details of your job card.

 কিভাবে আপনাদের জব কার্ডের ডিটেলস বের করবেন|




✔ আজকের এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে জব কার্ডের ডিটেলস বের করবেন| আপনার নাম রয়েছে কিনা দেখে নিন শুধু মোবাইল দিয়ে|

☆ জব কার্ডের ডিটেলস বের করার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করুন|

Job Card Details click here 





☆ উপরের লিংকে ক্লিক করলে নিচের ছবির পেজ খুলে যাবে| এই পেজে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে তারপর আপনি যে বছরের কাজের লিস্ট দেখতে চান সেই বছর সিলেক্ট করতে হবে | এবং ডিস্ট্রিক্ট, ব্লক ও পঞ্চায়েত সিলেট করে সাবমিট করলে নিচের ছবির পেজটি খুলে যাবে|



☆ এবার WB দিয়ে শুরু যে নম্বরটি সেটি আপনার জব কার্ড নম্বর এই জব কার্ড নম্বরের এর উপর ক্লিক করলে আপনার ডিটেইলস বেরিয়ে যাবে আপনি কতদিন কাজ করেছেন এবং কত টাকা পেয়েছেন সব ডিটেলস দেখতে পাবেন|

Post a Comment

0 Comments

Sahebguru
Mobile Shikkhok Subscribe our Youtube Channel
Subscribe