PM-Kisan Samman Nidhi

How To Apply PM-Kisan Samman Nidhi Online In West Bengal.



প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কি ?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি হল কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্প |প্রধানমন্ত্রী কিষান সম্মান  নিধি প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় | 


কত টাকা পাওয়া যায় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি  প্রকল্পে ?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন করলে কৃষকরা প্রতিবছর 6000 হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন | প্রতি 4 মাস পর পর দুই হাজার টাকা করে 1 বছরে মোট 6000 হাজার টাকা দেয়া হয় | 


কবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প শুরু হয়েছে ?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প টি শুরু হয়েছে 24 ফেব্রুয়ারি 2019  তারিখ থেকে |


কারা কারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের লাভ নিতে পারবেন ?

দেশের সমস্ত কৃষকরা এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন |প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন এর জন্য কৃষকের নিজস্ব জমি থাকতে হবে |


কিভাবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প রেজিস্ট্রেশন করতে হয় ?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন সম্পূর্ণরূপে অনলাইন থেকে করতে হয় |অনলাইনে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অ্যাপ্লিকেশন ফিলাপ করে সাবমিট করতে হয় |প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অফিশিয়াল ওয়েবসাইট: Click here



👉  Apply PM-Kisan Samman Nidhi Click here



উপরে দেওয়া লিংকে ক্লিক করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে নথিভূক্ত হতে হবে |অনলাইনে এপ্লিকেশন করার পর স্ট্যাটাস চেক করতে পারবেন |যদি আপনার অ্যাপ্লিকেশনটি গৃহীত হয় তাহলে আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় |এবং আপনার ব্লক অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হয় |



👉 PM-Kisan Samman Nidhi Application Status Click here


কি কি ডকুমেন্টস লাগবে প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্পে ?

1. আধার কার্ড 

2. ভোটার কার্ড 

3.ব্যাংকের পাস বই 

4. জমির পর্চা বা রেকর্ড 


ডকুমেন্ট কিভাবে ভেরিফিকেশন করতে হয় ?

অনলাইনে আবেদন করার পর যদি আপনার অ্যাপ্লিকেশনটি গৃহীত হয় তাহলে আপনার মোবাইলে একটা এসএমএস পাঠানো হয় এবং এবং আপনাকে বলা হয় আপনার ব্লক অফিসে গিয়ে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে গিয়ে ভেরিফিকেশন করতে | সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে ব্লক অফিসে | সমস্ত ডকুমেন্ট এর জেরক্স কপি সাথে একটি Self Declaration ফরম জমা করতে হয় |


👉 Download PM-Kisan Samman Nidhi Self Declaration Form Click here


👉  PM-Kisan Samman Nidhi beneficiary List  Click here

Post a Comment

0 Comments

Sahebguru
Mobile Shikkhok Subscribe our Youtube Channel
Subscribe