Indira Gandhi National Old Age Pension Scheme Name List

Indira Gandhi National Old Age Pension Scheme (IGNOPS) Name List



আজকের আর্টিকেলে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা চেক করতে পারবেন আপনার গ্রামে কতজন বার্ধক্য ভাতার বা কতজন বিধবা ভাতার পেনশন পাচ্ছেন |আপনার গ্রামের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দিলেই সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যতজন ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিম পেয়ে থাকেন সবার নাম চলে আসবে |

🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

কারা কারা ইন্দ্রা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিম পেয়ে থাকেন ?
প্রথমত যাদের বয়স 60 বছরের বেশি তারাই এই স্কিম এর আন্ডারে নির্দিষ্ট টাকা আর্থিক সাহায্য হিসেবে পেয়ে থাকেন |এছাড়াও অল্প বয়সে যাদের স্বামী মারা গিয়েছে বা বিধবা মহিলারা ও ইন্দ্রাগান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিন পেয়ে থাকেন |


বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার নামের লিস্ট কিভাবে অনলাইন থেকে চেক করব ?
বার্ধক্য ভাতা বিধবা ভাতা যারা প্রাণ তাদের নামের লিস্ট অনলাইনে রয়েছে আপনারা চাইলে সেই লিস্ট অনলাইন থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন |অনলাইন থেকে নামের লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে


👉 Check Name List click here



উপরের দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিম এর অফিশিয়াল ড্যাশবোর্ড খুলে যাবে |এখান থেকে আপনার রাজ্যের নাম এবং স্কিমের জায়গায় অল সিলেক্ট করে ক্যাপচা কোড ভরে সাবমিট করতে হবে |এরপর আপনার সামনে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার নাম চলে আসবে এরপর আপনার নির্দিষ্ট জেলা টি সিলেক্ট করতে হবে |

জেলা সিলেক্ট করার পর আপনাকে আপনার ব্লক অফিস সিলেক্ট করতে হবে |ব্লক অফিস সিলেক্ট করার পর আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে |গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার সাথে সাথেই আপনার সামনে সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতজন বিধবা ভাতা অথবা বার্ধক্য ভাতা পেয়ে থাকেন সবার নাম চলে আসবে |নামের পাশে থাকা স্যাংশন আইডি তে ক্লিক করলে সেই ব্যক্তির সম্পূর্ণ ডিটেইলস খুলে যাবে |

Post a Comment

0 Comments

Sahebguru
Mobile Shikkhok Subscribe our Youtube Channel
Subscribe